
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জাল দলিল দেখিয়ে অন্যের ফসলি জমি রেকর্ড করে নেয়ার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে। ঘটনার বিবরনে ও জমির মালিক কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামে মৃত খয়রুল্যা দফাদারের ছেলে আইনজীবি মুনছুর আলী জানান-তার বলিয়ানপুর ৪১নং মৌজায় রেজি:কৃত কোবলা ৫০১৬ ও ৫০১৭ নং দলিলে ১একর ৪৯শতক কৃষি জমি আছে। সেই জমি প্রতারনা করে বলিয়ানপুর গ্রামের আব্দুল খালেক সরদার জাল দলিল সৃষ্টি করে নিজের নামে রেকর্ড করে নেয়।

পরে তিনি বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসে এসএ এন্ড টি এ্যাক্টের ১৫০ধারায় একটি নামপত্তন সহ জমা খারিজ কেস দাখিল করেন। এই কেস দাখিলের পর উপজেলা সহকারি কমিশনার অনলাইনে চেক জানতে পারেন যে, ১৪মে ১৯৬৪ সালে ১২৭৭ ও ১৩০৫ নং দলিলের গ্রহীতা হিসাবে মোহাম্মাদ আমির আলী সরদারের নাম লেখা দেখতে পান । পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নোটিশ করার জন্য চন্দনপুর ভুমি সহকারি কে নির্দেশ দেন। সে অনুযায়ী কয়েকবার নোটিশ করলেও আব্দুল খালেক সরদার ভুমি অফিসে হাজির হয় নাই। এদিকে মুনছুর আলী ন্যায় বিচার দাবী করে উপজেলা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।