
মোঃ নাজির হোসেন স্টাফ রিপোর্টার :
২২ নভেম্বর সাতক্ষীরা লাবসা পলিটেকনিক কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দল সাতক্ষীরা শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জমসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতী – সাবেক সংসদ সদস্য এবং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, কেন্দ্রীয় কমিটি।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাহমুদুল হাসান মাহমুদ, চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার আইন-সহায়তা প্রদানকারী সংস্থা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু,সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখা,শেখ তরিকুল হাসান -সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা, শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাধারণ সম্পাদক -পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এসএম বাদশা হোসেন -খুলনা বিভাগীয় পরিচালক – আন্তর্জাতিক মানবাধিকার আইন-সহায়তা প্রদানকারী সংস্থা,
মোঃ জাহাঙ্গীর হোসেন-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা, ইন্জি:শোয়েব শাহাবুদ্দিন (রুবেল) সহ সভাপতি বিএনপি সাতক্ষীরা জেলা, মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহ জাহাঙ্গীর হাসেমী, এ্যাডঃ মোঃ শহীদ হোসেন, শেখ নিয়ামুল হাসান,,মোঃ সোহেল উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার সাইফুল ইসলাম বাদল – সাধারণ সম্পাদক বাংলাদেশ সমবায় দল সাতক্ষীরা জেলা।
অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতী বলেন আমাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। কিন্তু কখনো তারা কখনো এদেশের স্বাধীনতা চাইনি। আমরা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দেশ উন্নয়নের কাজ করতে চাই। আপনারা স্ব স্ব এলাকার বিএনপি মনোনিত প্রার্থীকে জয়ী করার লক্ষে কাজ করুন। নিশ্চয়ই আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।