সিংড়া নাটোর ৭ নং লালোর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বড় বারইহাটি গ্রামের মোঃ মোজাম্মেল হক এবং মোঃ আক্তার মিধা মোজাম্মেল হক এর পিতা মৃত খইরুদ্দিন মো: আক্তার মিধা পিতা মৃত আবু তাহের মিধা উভয়ের বাড়ি বড় বারইহাটি মোজাম্মেল হক জুট মিলের উদ্দেশ্যে রওনা হয় ডাল সড়ক জুটমিল থেকে বাড়ির দিকে ফেরার সময় খেজুরতলা বারুহাট জামে মসজিদের সামনে বাসের সাথে এই ভ্যানের দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে মোজাম্মেল হক মারা যায় আক্তার মিধা এমতব অবস্থায় জীবিত ছিলেন পরে ফায়ার সার্ভিস এর গাড়ি নিয়ে নাটক সদর হসপিটালে নিয়ে জান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই মর্মান্তিক দুর্ঘটনা রোডে ঘটেই থাকেন বেপরোয়া গাড়ি চালানোর জন্য আজকে প্রাণ চলে যাচ্ছে অনেকে পিতা হারাচ্ছেন রোডে দুর্ঘটনায় অনেকে সন্তান হারাচ্ছেন বড় বারইহাটি দুটি ফ্যামিলি শোকের ছায়া নেমে এসেছে দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ এর পক্ষ থেকে আমি মোঃ শামসুল হক মাননীয় প্রশাসকের নিকট আকুল আবেদন করছি এই বেপরোয়া ঘাতক ড্রাইভারদের সঠিক ব্যবস্থা নিয়ে অসহায় দুইটি ফ্যামিলির দিকে একটু শয়তান হাত বাড়িয়ে দিন